কাস্পিয়ান সাগরে রাশিয়ার ভয়ংকর দানব!

বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্র রাশিয়া প্রতিনিয়তই তার সামরিক শক্তি বৃদ্ধি করে চলেছে। যে কোনো আক্রমণ ঠেকাতে সবসময়ই প্রস্তুত পৃথিবীর বৃহত্তম এই দেশ। সামরিক শক্তিতে ভরপুর রাশিয়ায় এবার দেখা মিলল দৈত্যকার একটি সামরিক ডানাওয়ালা জাহাজের।
এই যানটি দেখতে অর্ধেক বিমান আর অর্ধেক জাহাজের মতো। দৈত্যকার এ যানটি মূলত একটি ‘এক্রানোপ্লান’। তবে অনেকেই একে ডানাওয়ালা জাহাজ নামে ডেকে থাকে।
১৯৬০ সালে, প্রথম এ যানটির নকশা করেন রাশিয়ান প্রকৌশলীরা। জাহাজটির টেস্ট ফ্লাইটে প্রকৌশলী হিসেবে কাজ করেছেন আলিগাদজি আবদুলগালিমভ। মূলত প্রতিপক্ষের জাহাজকে টক্কর দিতে এটি তৈরি করা হয়েছিল। জাহাজটি অবতরনের জন্যে বড় রানওয়ের দরকার নেই। খুব নিচ দিয়ে উড়তে পারে বলে এটি রাডারে ধরা পড়ে না। তবে এখনো পর্যন্ত জাহাজটি এমন অপারেশনে যায়নি। এছাড়াও, এই জাহাজ টি যাত্রী পরিবহনের কাজেও ব্যবহার করার পরিকল্পনা ছিলো।
আলিগাদজি আবদুলগালিমভ জানান, তিনি জাহাজটির প্রপালশন ইউনিটটি চালিয়েছেন। এটি অসাধারণ একটি যন্ত্র। এমন একটি জাহাজ বানাতে পেরে সেসময় তারা অনেক গর্বিত ছিলেন। কারণ বিশ্বের কোনো দেশের ই তখন এমন জাহাজ ছিলো না।
কথাটা প্রকৃতপক্ষেই সত্য। শুধু সেসময় ই নয়। এত বছর পর এসেও এমন ভয়ংকর যান তৈরি করতে পারেনি অন্য কোনো দেশ।
এই অদ্ভুত জাহাজটিকে এখন রাশিয়ার কাস্পিয়ান সাগর অঞ্চলে ঘুরতে যাওয়া পর্যটকদের বিনোদনের জন্য ব্যবহার করা হচ্ছে।