নতুন বছরে উ.কোরিয়ার আরও একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

নতুন বছরে আরও একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। মঙ্গলবার ক্ষেপণাস্ত্রটি জাপানের নিজস্ব অর্থনৈতিক অঞ্চলের বাইরে উত্তর কোরিয়ার সাগরে গিয়ে পড়ে। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকের কয়েক ঘণ্টা পরই এ পরীক্ষা চালায় দেশটি।
জানা যায়, ২০২২ সালে এ নিয়ে দ্বিতীয় বড় অস্ত্র পরীক্ষা চালাল পিয়ংইয়ং। তবে গত সপ্তাহে পিয়ংইয়ং যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তার তুলনায় এই ক্ষেপণাস্ত্র আরও উচু ক্ষমতাসম্পন্ন। এটি সর্বোচ্চ ৬০ কিলোমিটার উচ্চতায় প্রায় ৭০০ কিলোমিটার পর্যন্ত উড়ে গিয়ে দূরের একটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
জাপানের কিয়োডো সংবাদ সংস্থা জানিয়েছে, উত্তর কোরিয়া নিক্ষেপ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি জাপানের নিজস্ব অর্থনৈতিক অঞ্চলের বাইরে সাগরে গিয়ে পড়ে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।