এবার নিজস্ব প্রযুক্তিতে তৈরি টার্কিশ মিসাইল গড়ল নতুন ইতিহাস

তুরস্ক, বর্তমান বিশ্ব রাজনীতিতে সর্বাধিক আলোচিত এ দেশটি প্রতিনিয়তই তাদের দুঃসাহসিক কাজ দ্বারা নজর কেড়ে নিচ্ছে পৃথিবীবাসীর। সামরিক খাতে সাম্প্রতিক কালে ড্রোন প্রযুক্তিতে অভিনব সাফল্য অর্জনের পর এবার মিসাইল সেক্টরেও বিশ্বরেকর্ড করে বসল দেশটি।
এবার তারা নিজস্ব প্রযুক্তিতেই তৈরি করল মিডিয়াম রেঞ্জ মিসাইল ইঞ্জিন TEI-TJ300!
বিশ্বকে অবাক করা দেয়া এ মিসাইল ইঞ্জিনটি সর্বোচ্চ ১৩৪২ নিউটন থ্রাস্ট উৎপন্ন করতে সক্ষম হয়েছে এর ২৪০ মিলিমিটার ডায়ামিটার দিয়ে।
মিসাইল টেস্টিং ভিডিওটির এক পর্যায়ে দেখা গিয়েছে এটি এক পর্যায়ে সর্বোচ্চ আটচল্লিশ হাজার চারশ ছাপ্পান্ন RPM পর্যন্ত পৌছাতে সক্ষম হয়, যার মাধ্যমেই অতিতের মিসাইলের সকল রেকর্ড ভেঙে ফেলে নব্য আবিস্কৃত এ প্রযুক্তিটি। মিসাইলটি প্রায় ৫০০০ ফিট উচ্চতায় শব্দের প্রায় ৯০% গতি অর্জন করতে সক্ষম।
ইঞ্জিনটি মূলত তৈরি করেছে তুরস্ক ভিত্তিক কোম্পানি Tusas Engine Industries বা TEI ।
দেশটির শিল্প ও প্রযুক্তি মন্ত্রী গত ২৩ এপ্রিল তার টুইটার একাউন্ট হতে মিসাইল টেস্টিং এর এ ভিডিওটি শেয়ার করেন। মিডিয়াম রেঞ্জ মিসাইল তৈরির এ প্রকল্প মূলত তুরস্ক হাতে নেয় ২০১৭ সনে। যেটির পরীক্ষামূলক প্রয়োগ তুরস্কের ভাবনাকেও ছাড়িয়ে গিয়েছে।
মিসাইলটি সম্পর্কে TEI আরো জানিয়েছে এটিতে আলাদা করে স্টার্টার সিস্টেমের যেমন মটর স্টার্টারের কোন প্রয়োজন নেই কারণ এটি ওয়াইন্ডমিলিং করে নিজে নিজেই চালু হতে পারে।
মিসইলটি মূলত যুদ্ধ জাহাজে প্রতিস্থাপনের লক্ষ্য নিয়ে তৈরি হলেও এটি এরিয়াল, নেভাল, ল্যান্ড যেকোন ডিফেন্স সিস্টেমে ব্যবহার করা যাবে।
তুরস্কের গেম চেঞ্জার ড্রোন প্রযুক্তি বায়ারাক্তার টিবি-2’র পর এবার মিসাইল সিস্টেম নিয়ে টার্কিশ ডিফেন্স ইন্ডাস্ট্রির এমন সাফল্য নিঃসন্দেহে সামরিক খাতকে অনেক এগিয়ে নিতে চলেছে।
মুহাম্মদ মুহিব্বুল্লাহ খাঁন (ঢাকা বিশ্ববিদ্যালয়)
আরো পড়ুন;
রহস্যময় হুনজা উপজাতি- https://cutt.ly/9vRivC6