
পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান সম্পর্কে জানেন কি?
একুশ শতকে তৈরি হওয়া বর্তমান বিশ্বের সর্বাধুনিক উড়ন্ত মরণাস্ত্রগুলোকেই মূলত পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান বলা হয়।
বর্তমান পৃথিবীতে থাকা গুটিকয়েক এ পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের মাঝেই স্ব-মহিমায় উজ্জ্বল f-35 নামটি। আমেরিকার তৈরি f-35 যুদ্ধবিমানটিই বর্তমান বিশ্বে সেরা যুদ্ধবিমান, এতে কোন সন্দেহ নেই । কিন্তু জানেন কি কিংবদন্তি তূল্য এই বিমান নির্মানের সাথে কাজ করেছেন একজন বাঙালি যুবক!
পৃথিবীর বেশিরভাগ মহাকাশ কৌতূহলীদের কাছেই এই বিমানের নির্মাণ প্রক্রিয়ায় যুক্ত থাকাকে স্বপ্নের মত মনে হলেও এ স্বপ্নটিই ২০১৯ সালে বাঙালি যুবক অসীমের হাতে এসে ধরা দিয়েছিল। প্রকল্পটিতে কাজ করেছিলেন একজন ম্যানুফাকচারিং ইঞ্জিনিয়ার হিসেবে।
ঢাকার ধানমন্ডি ও উত্তরায় বেড়ে উঠা অসীম “এ লেভেল” পাশ করার পরই উচ্চশিক্ষা নিতে ২০১০ সালে পাড়ি জমান যুক্তরাষ্ট্রের আটলান্টায়। এরপর এরোস্পেস ইঞ্জিনিয়ারিং এর জন্য বিখ্যাত “Georgia Institute of technology ” হতে গ্র্যাজুয়েশন শেষ করেন অসীম। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ এতকাল পড়লেও এরোস্পেস ইঞ্জিনিয়ারিং এ প্রবল আগ্রহ থাকায় এবার সে ফিল্ডে ডিগ্রি নেন অদম্য অসীম। মার্কিন ডিফেন্স ইন্ডাস্ট্রিতে কাজ করার ইচ্ছা বহুকাল যাবৎ পুষে রাখলেও এর জন্য প্রয়োজন পড়ত আমেরিকান নাগরিকত্বের। এ দিকটায় পিছিয়ে থাকলেও এটিও জুটিয়ে নেন অসীম।

এরপর আর পিছনে ফিরে দেখতে হয় নি অসীমকে। নাগরিকত্ব পাওয়ার সাথে সাথেই বিশ্বসেরা বিমান প্রস্তুতকারী lockheed martin এ আবেদন করে বসেন স্বপ্নবিলাসী অসীম। এরপর কয়েক দফা ভাইভা, পরীক্ষা ও নানা চড়াই উৎরাই পেরিয়ে অবশেষে f-35 এর ম্যানুফাকচারিং ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পান অসীম।
কয়েক মাস আগে হিউস্টনে হওয়া এক এয়ার শোতে নিজ তৈরি f-35 বিমান উড়তে দেখার অনূভুতি সম্পর্কে জানতে চাইলে আবেগাপ্লুত অসীম জানান যে যুদ্ধবিমানের সঙ্গে তিনি এতটা কাছ থেকে জড়িত ছিলেন সেটির কর্মদক্ষতা ও মাধূর্য দেখার মধ্যে অন্য রকমের অনূভুতি কাজ করে।
কঠোর অধ্যবসায়, একাগ্র লক্ষ্য ও স্বপ্ন দেখার সাহস করতে পারাতেই “অসীম” একজন বাঙালি হয়েও পৃথিবীর সবচাইতে এডভান্স যুদ্ধ বিমান f-35 এর সাথে নিজ নাম জুড়ে দিয়ে নিজেকে ইতিহাসের অংশ করে দিয়ে গেলেন এবং বাঙালিদের সামনে প্রমাণ করে গেলেন এ জাতি চাইলে কিছুই অসম্ভব নয়।
মুহাম্মদ মুহিব্বুল্লাহ খাঁন (ঢাকা বিশ্ববিদ্যালয়)
আরো পড়ুন ;
চা বিক্রি করে কোটিপতি পরীক্ষায় ফেল করা যুবক ;https://cutt.ly/Al47bFU