এবার ভারতের অরুণাচলে ঢুকে গ্রাম তৈরি করছে চীনা সেনারা

লাদাখ সীমান্তে উত্তেজনার মধ্যেই বিতর্কিত অরুণাচল প্রদেশে বড় পরিসরে গ্রাম তৈরির অভিযোগ উঠেছে চীনা সেনাদের বিরুদ্ধে। রাজ্যের উত্তর সুবনসিরি জেলায় এলএসি লঙ্ঘন করে ভারতীয় এলাকায় ঢুকে এ কাজটি করছে চীনা সেনাবাহিনী।
সংবাদমাধ্যমে প্রকাশিত স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে, সীমান্ত ঘেঁষে সুজ্জতি গ্রাম। এ নিয়ে দু’দেশের মধ্যে নতুন করে উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে।
তাসরি চু নদীর তীরে বানানো ওই গ্রামে প্রায় ১০১টি ঘর তৈরি করেছে চীনা সেনাবাহিনী। এ বিষয়ে নয়াদিল্লি একটি স্যাটেলাইটের ছবিও প্রকাশ করেছে। প্রকাশিত দুটি ছবিতে দেখা গেছে, ২০১৯-এর ছবিতে জঙ্গলাকীর্ণ নদীর তীরে জনবসতির কোনও চিহ্ন নেই। একই জায়গায় ২০২০ সালের ১ নভেম্বরের ছবিতে পুরো একটি গ্রাম দেখা যাচ্ছে। ভারতের দাবি, ওই এলাকার অবস্থান এলএসি-র অন্তত সাড়ে ৪ কিলোমিটার ভারতীয় ভূখণ্ড।
ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই খবরের সরাসরি বিরোধিতা করা হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, গত কয়েক বছরে চীন এলওসি বরাবর পরিকাঠামো উন্নয়নের কাজ করছে।
এক সময় অরুণাচল তিব্বতের অংশ ছিল। এখন অরুণাচল সম্পূর্ণই ভারতের নিয়ন্ত্রণে। স্বাভাবিকভাবে ভারতের তরফ থেকে অরুণাচল নিয়ে কোনো বিতর্কই পাত্তা দেওয়া হয় না। অথচ চীনের স্কাই ম্যাপের মানচিত্রে অরুণাচলকে তাদের দেখানো হয়। স্কাই ম্যাপ দেশটির ডিজিটাল মানচিত্র বানায়।