ভারতে বার্ড ফ্লু আতঙ্ক, মাংস-ডিম নিয়ে যা বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

একদিকে মহামারি করোনার প্রকোপ, অন্যদিকে নতুন আতঙ্ক ‘বার্ড ফ্লু’। বলছিলাম করোনায় বিপর্যস্ত দেশ ভারতের কথা।
২০২০ সালের ফেব্রুয়ারি মাস থেকে দেশটির বেশ কিছু রাজ্যে ‘বার্ড ফ্লু’র প্রকোপ বাড়তে শুরু করে। দেশটির রাজস্থান, হিমাচল প্রদেশ, কেরালা, মধ্যপ্রদেশে শত শত কবুতর, কাক, হাঁস, মুরগির মৃত্যু হচ্ছে।
জানা গেছে, মৃত পাখিদের শরীরে এইচ৫এন১ ভাইরাস মিলেছে।
দেশটির একাধিক রাজ্যে পাখিদের ক্রমবর্ধমান মৃত্যুর সংখ্যা দেশব্যাপী মানুষকে আতঙ্কিত করে তুলছে।
চিকিৎসকদের মতে, বার্ড ফ্লু H5N1 ভাইরাসজনিত কারণে হয়। বার্ড ফ্লু যখন মানুষের মধ্যে প্রবেশ করে তখন তা মারাত্মক হতে পারে। এই ভাইরাস মানুষের জন্যও প্রাণঘাতী হতে পারে।
এ পরিস্থিতিতে প্রত্যেকের মনেই প্রশ্ন জাগছে, তাহলে কি মুরগির মাংস আর ডিম খাওয়া বন্ধ?
এনিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কিছু পরামর্শ দিয়েছে। তারা বলছে-
১। কাটা মুরগি না কেনাই ভাল। মাংস রান্নার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে।
২। কাঁচা, আধ সিদ্ধ ডিম খাওয়া যাবে না।
৩। কাঁচা মাংস যে পাত্রে রাখবেন, সেই পাত্রে অন্যকিছু বা রান্না করা মাংস রাখবেন না।
৪।
যে ছুরি বা বটি দিয়ে মাংস কাটবেন, সেই ছুরি দিয়ে সবজি বা অন্য কিছু কাটবেন না।
৫। কাঁচা মাংস বা ডিম যাতে তৈরি করা খাবারের সংস্পর্শে না আসে সেদিকে খেয়াল রাখতে হবে, নাহলে সংক্রমণের ভয় থেকে যাবে।
৬। হাত ভাল করে ধুতে হবে। ডিমে হাত দেওয়ার পর ভাল করে হাত ধুয়ে নিন।
৭। পোলট্রিজাত পাখি হাতে নেওয়ার পর অন্তত ২০ সেকেন্ড গরম পানিতে হাত ধুয়ে তবেই রান্না করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।