জন্মের এক সপ্তাহের মধ্যেই অন্ধ হয়ে যান যে গ্রামের বাসিন্দারা

একটি গ্রামের সব মানুষই অন্ধ। তবে তাদের কেউই জন্মান্ধ নয়। চোখে জ্যোতি নিয়েই দুনিয়ায় আগমন ঘটে তাদের। কিন্তু রহস্যজনকভাবে জন্মের এক সপ্তাহের মধ্যেই অন্ধ হয়ে যান এই গ্রামের সকলেই।
চোখ কপালে উঠার মত কথা হলেও সত্য যে এমনই অদ্ভুৎ ঘটনা ঘটে মেক্সিকোর টিলটেপেক নামের একটি ছোট্ট গ্রামে। গ্রামটিতে তিন শতাধিক মানুষ বাস করে, যাদের প্রত্যেকেই অন্ধ। জাপোটেক নামের এক উপজাতী গোষ্ঠীর বসবাস সেখানে। শুধু মানুষই নয়, গ্রামের গৃহপালিত পশুগুলোও দৃষ্টিশক্তিহীন।
এ খবর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার পর অনুসন্ধান নেমেছে মেক্সিকোর প্রশাসন ও বিজ্ঞানীরা। অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য এসেছে গবেষকদের হাতে। যে ঘন অরণ্য গ্রামটিকে ঘিরে রেখেছে সেখানে বসবাস রয়েছে ‘ব্ল্যাক ফ্লাই’ নামের এক প্রজাতির বিষাক্ত মাছি।
টিলটেপেক গ্রামে এই মাছির অবাধ বিচরণ রয়েছে। এই বিষাক্ত মাছির কামড়ে জীবাণু শরীরে ছড়িয়ে পড়ে। যার ফলেই শিশু থেকে বুড়ো এবং পশুরাও ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে।
এলাকাটিকে ‘ব্ল্যাক ফ্লাই’ মুক্ত করার পরিকল্পনা শুরু করে দিয়েছে মেক্সিকো প্রশাসন। প্রয়োজনে ঐ এলাকার বাসিন্দাদের অন্যত্র সরিয়েও নিয়ে যাওয়া হতে পারে।