বিজ্ঞাপনে ভারতের রাজ্য সিকিমকে আলাদা দেশ দাবি ! তোলপাড় দিল্লি

ভারতে একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে চরম বিতর্কের সূত্রপাত হয়েছে। সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার নিয়োগের জন্য বিজ্ঞাপন দিয়েছিল দিল্লি সরকার। বিজ্ঞাপনে সিকিমকে আলাদা দেশ হিসাবে ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞাপনের তীব্র বিরোধিতা করেছে সিকিম৷ ভুল স্বীকার করে নিয়ে বিজ্ঞাপন প্রত্যাহার করে নিয়ে সিকিমকে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ বলে ট্যুইট করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷
অরবিন্দ কেজরিওয়াল ট্যুইটারে লেখেন, ‘সিকিম ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ৷ এই ধরনের ভুল মেনে নেওয়া যায় না৷ এই বিজ্ঞাপন প্রত্যাহার করা হয়েছে এবং সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে৷’ এ প্রেক্ষিতে আম আদমি পার্টি র সরকারের বিরুদ্ধে ক্রমেই সুর চড়তে শুরু করে দিয়েছে।
সেই বিজ্ঞাপনে ভূটান, নেপাল সহ অন্যান্য দেশের সঙ্গে একই কলমে সিকিমকে রাখা হয়। ফলে সিকিমকে দিল্লি সরকার আলাদা দেশ হিসাবে দেখছে বলে সুর চড়ায় বিজেপি।
ব্যাপার এতটাই সিরিয়াস যে বিজ্ঞাপন ঘিরে এক সিনিয়র আমলাকে সাসপেন্ড করেন দিল্লির লেফ্টনেন্ট গর্ভনর অনিল বাইজাল।
১৯৬৮ সালের সিভিল ডিফেন্স রেগুলেশন অনুযায়ী নিয়োগের ক্ষেত্রে যে যোগ্যতার বয়ান লেখা ছিল,তা চোখ বুজে ওই আমলা কপি ও পেস্ট করেছেন নয়া বিজ্ঞাপনে। আর তার জেরেই এমন বিভ্রাট।